HOICHOI এ কোন ৫ টি ওয়েব সিরিজ দেখতে মিস করবেননা !(Top Trending 5 web series on Hoichoi)

  • by

হিন্দি বা ইংলিশ ফিল্ম দেখার জন্য তো প্রচুর অনলাইন সাইট আছে. যেগুলি মাস গেলে সামান্য কিছু টাকার বিনিময়ে, লগ ইন করলেই, দেখতে পাওয়া যায়. কিন্তু বাংলা অনলাইন ফিল্ম সাইটগুলির মধ্যে কিন্তু, হৈচৈ এই মুহূর্তে বেস্ট. কারণ এই সাইটটিতে আছে এমন কিছু ওয়েব সিরিজ, যেগুলির গল্প এবং অভিনয়- দুই ই মাত করেছে দর্শকদের.

বর্তমানে hoichoi হলো এক অন্যতম বাংলা এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম, যা SVF এন্টারটেইনমেন্ট এর অন্তর্গত,এটিতে প্রায় ২০০০ এরও বেশি বাংলা সিনেমা , ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ইত্যাদি আমরা উপভোগ করে থাকি। বাংলা সিনেমা আমরা সিনেমা হল এ গিয়েও দেখি প্রায়শই কিন্তু বাংলা সিরিজ দেখার এক দারুন মাধ্যম হলো এই hoichoi . এখানে ফিক্শন এবং নন-ফিক্শন দুরকম এ সিরিজ আমরা দেখে থাকি । এখন প্রায় ৯০% মানুষ স্মার্ট ফোন ব্যবহার করেন এবং তারফলে বাড়িতে বসেই আরাম করে এই সিরিজ দেখার মজা উপভোগ করতে পারেন।

আসুন দেখেনি উল্লেখযোগ্য ৫ টি ওয়েব সিরিজ যা hoichoi তে না দেখলে আপনি বড়োই মিস করবেন –

১) ব্যোমকেশ –

এটি একটি ডিটেক্টিভ ড্রামা সিরিজ, এটি বাঙালির খুব প্রিয় এক ব্যক্তিত্ব ‘ব্যোমকেশ বক্সী ‘ কে নিয়েই তৈরী যার লেখক শারদেন্দু বান্দ্যেপাধ্যায় , এই সিরিজ টি ব্যোমকেশ এর এডভেঞ্চার আর ইনভেস্টিগেশন নিয়েই তৈরী,ব্যোমকেশ এর চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের ভীষণ প্রিয় অনির্বান চট্টোপাধ্যায় ,যিনি মেয়েদের একেবারে হার্ট থ্রব।

২) কামিনী –

বরখা বিষৎ আর এটি প্রথম বাঙালি ওয়েব সিরিজ , কামিনী hoichoi আর প্রথম হরর কমেডি সিরিজ, একটি গ্রামের মেয়েকে নিয়েই এই গল্প তৈরী বেশ টানটান উত্তেজনাময় সিরিজ উপভোগ করবেন।

৩) মানভঞ্জন –

মনভঞ্জন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে গৃহীত একটি সিরিজ, এক গৃহবধূ যার নাম ‘গিরিবালা’ যার জীবনেও একাকিত্বের লড়াই নিয়েই এই গল্প, শশুরবাড়িতে কিভাবে তিনি দিনের পর দিন স্বামীর অবহেলা সহ্য করে থেকে একদিন গর্জে উঠে নিজেই নিজের জীবনের বেঁচে থাকার ভালো থাকার পথ বেঁছে নিলেন তারই গল্প।

৪)The Stoneman Murders –

দারুন থ্রিলার মুহূর্তে মুহূর্তে উত্তেজনা পূর্ণ ওয়েব সিরিজ এটি, ১৯৮৫-১৯৮৯ এর সময়কার পরিস্থিতি অবলম্বনে তৈরী, stoneman হলো একজন সিরিয়ল কিলার , যাকে ধরার জন্য পুলিশ ফোর্স আপ্রাণ প্রচেষ্টা করেই চলেছেন অথচ তা সম্ভব হচ্ছেনা, কিন্তু এই সিরিয়ল কিলার হয়ে ওঠার কারণ টি জানলে আপনার গায়ে কাটা দিতে বাধ্য ।

৫) Paranoia –

মানুষের ইমোশন এবং সাইকোলোজিক্যাল ডিসর্ডার এগুলো দেখানো হয়েছে এই থ্রিলার এ , অনেকগুলি গল্পের মধ্যে তৈরী হয়েছে এই সিরিজ।

তো এখন নিশ্চয়ই পরিষ্কার আপনার কাছে যে কোন ওয়েব সিরিজগুলো এই মুহূর্তে বেশি ট্রেন্ডিং. সময় নষ্ট না করে এক এক করে দেখতে শুরু করুন. মিস করলে কিন্তু চলবে না.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।